নোবিপ্রবি প্রতিনিধি :
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ অসত্য এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দপ্তরে নোবিপ্রবি সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।ব্যক্তিগত আক্রোশ থেকে কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এসব মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ দিয়ে আমার উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবেনা। ইতিপূর্বে আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সততা নিষ্ঠার সাথে অতীতেও কাজ করেছি ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ।
তার (উপাচার্য) নাম ব্যবহার করে অন্য কেউ যদি কোন দুর্নীতি বা অনিয়ম করে থাকে, সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নোবিপ্রবি উপাচার্য জানান, সেরকম কোন কিছুর খোঁজ পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপাচার্য ড. এম অহিদুজ্জামান বিগত চার বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড ইমার্জিং ইউনিভার্সিটি হিসেবে আখ্যা দেন।