আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৫৪

বোরকা পরে প্রাক্তন প্রেমিকের মুখে অ্যাসিড নিক্ষেপ প্রেমিকার

বোরকা পরে প্রাক্তন প্রেমিকের মুখে অ্যাসিড নিক্ষেপ প্রেমিকার
নিউজ টি শেয়ার করুন..

বোরখায় মুখ ঢেকে প্রাক্তন প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মেরেছেন এক তরুণী। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে এ ঘটনা ঘটেছে।

আমির নামে ওই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন অঞ্জুম নামে ওই তরুণী। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ মেনে নিতে না পেরে আমিরকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন অঞ্জুম। অ্যাসিড নিক্ষেপের সময় ওই তরুণী বোরখা পরে ছিলেন। পরে তিনি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, আমির ও অঞ্জুমের ২ বছর সম্পর্ক ছিলো। সম্প্রতি অঞ্জুমের সঙ্গ ত্যাগ করেন আমির। অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। যা একেবারেই মানতে না পেরে অ্যাসিড নিক্ষেপ করেন ওই তরুণী। অ্যাসিডদগ্ধ যুবকের শরীরের ওপরের দিকে প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

পুলিশ আরো জানায়, আমিরের ওপর হামলা চালানোর জন্য ২০১৮ সাল থেকে পরিকল্পনা করছিলেন অঞ্জুম। সেজন্য টিভিতে একাধিক ক্রাইম ধারাবাহিক দেখেন তিনি। এর পর আমিরকে শহরের একটি হোটেলের সামনে ডাকেন তিনি। সেখানেই বোরখা পরে এসে আমিরের মুখে অ্যাসিড ছুড়ে পালান অঞ্জুম।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর