ভারতে চলছে লোকসভা নির্বাচন। ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা।তবে প্রদেশের একটি পরিবারের ওপর নজর পড়েছে সব প্রার্থীদের। ওই একটি পরিবারেই ভোটার ৬৬ জন।
আল্লাহাবাদের বাহরাইচা গ্রামের ‘বিখ্যাত’ পরিবারটির কর্তার নাম রাম নরেশ ভুর্তিয়া, বয়স ৯৮ বছর।
তিনি জানান, ৮২ সদস্যের পরিবারে ভোটার আছেন ৬৬ জন। এরমধ্যে তার নাতি-নাতনির আট ছেলে-মেয়ে প্রথমবারের মতো ভোট দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিবারটির প্রধান পেশা কৃষিকাজ হলেও প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন দু’জন। সবাই আর্থিকভাবে বেশ স্বচ্ছল।
রাম নরেশ গর্ব করে বলেন, গোটা পরিবারের জন্য মাত্র একটাই রান্নাঘর। প্রতিদিন অন্তত ২০ কেজি সবজি, ১৫ কেজি চাল ও ১০ কেজি গম রান্না করা হয়। রান্নাবান্নার কাজটা পরিবারের নারী সদস্যরাই করেন।
তিনি বলেন, আমি খুবই খুশি। আজ পর্যন্ত একজনও বলেনি, সে আলাদা থাকতে চায়। ঐক্যবদ্ধ থাকার উদাহরণ হিসেবে দেশের মানুষ আমাদের আদর্শ মানতে পারে।
‘আমরা সবাই একই কেন্দ্রের ভোটার। সাধারণত দুপুরের পর একসঙ্গে ভোট দিতে যাই। কারণ তখন ভিড় কম থাকে। কেন্দ্রের পোলিং অফিসাররাও চেনে।
পরিবারের কর্তা রাম নরেশ বলেন, পরিবারের মেয়েদের জন্য আলাদা ঘর দরকার। কিন্তু বিদ্যুতের তারের কারণে বাড়ি বানানোর কাজ শুরুও করতে পারছি না।