আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় ভোর ৫:২৩

সুনামগঞ্জের ১৫ মণ মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর বাজেয়াপ্ত

সুনামগঞ্জের  ১৫ মণ মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর বাজেয়াপ্ত
নিউজ টি শেয়ার করুন..

কামাল হোসেন, তাহিরপুর ( সুনামগঞ্জ) :

সুনামগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ১৫ মণ মেয়াদোত্তীর্ণ, পঁচা খেজুর বাজেয়াপ্ত করা হয়। আজ ০৮ মে ২০১৯ তারিখে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রাস্তার পাশে মেয়াদোত্তীর্ণ, পঁচা, খাওয়ার অযোগ্য আনুমানিক ১৫ মণ খেজুর বাজেয়াপ্ত করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় ২ জন ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ পঁচা, খাওয়ার অনুপযোগী খেজুর বিক্রয়ের অপরাধে আর্থিক জরিমানা করা হয় এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে অনৈতিক সুবিধা নিতে না পারে সেজন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে এ সময় জানান ।

এছাড়াও নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী কোন পণ্য মোড়কীকরণ করে তাতে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহারবিধি, খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না করলে এক বছরের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয়দন্ড আরোপযোগ্য। মূল্যের তালিকা প্রদর্শন না করলেও একই দন্ড আরোপযোগ্য। ব্যবসায়ীদের এই বিষয়ে সচেতনতা আশা করা হচ্ছে। প্রিয় সুনামগঞ্জ বাসীকেও আহ্বান করা হচ্ছে যেকোন দ্রব্যসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অসাধু ব্যক্তিদের কথায় প্ররোচিত না হয়ে সচেতনভাবে দ্রব্যের মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ নিরীক্ষা করে ক্রয়ের জন্য।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর