আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৫:৫৭

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিউজ টি শেয়ার করুন..

জোবায়ের আহমদ,মৌলভীবাজার :

মৌলভীবাজার শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় একটি হবিগন্জি যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এঘটনায় বাস আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ মে) দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের নিতেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজির যাত্রী মমতাজ বেগম (৬০), আহতরা হলেন,আমিন মিয়া (২৮), ফয়সল মিয়া (২৫) ও এক জনের নাম ও পরিচয় জানাযায়নি। তাদের সকলের বাড়ী শ্রীমঙ্গল উপজেলায় বলে জানাযায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গর থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএসজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

নিহত মমতাজের ছেলে শফিক জানান, একটি মামলার হাজিরা দিতে তারা মৌলভীবাজারে এসেছিলেন।

মৌলভীবাজার মডেল থানার এসআই নাফিস সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

খবর পেয়ে ফায়ার সাভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর