আজ শুক্রবার। ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ। ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১:১৪

পুলিশকে গালিগালাজ করতে ১২হাজারবার কল

পুলিশকে গালিগালাজ করতে ১২হাজারবার কল
নিউজ টি শেয়ার করুন..

গালাগালি করার জন্য ফোন করতেন এক নারী। ফোন দিয়েই কর্মকর্তাদের গালাগালি শুরু করতেন। জরুরি নম্বরের অপপ্রয়োগের অভিযোগে ওই নারীকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। পুলিশ জানিয়েছে, পিনেলাস কাউন্টির বাসিন্দা কার্লা জেফারসন প্রায় দিনই ৯১১-তে ফোন করতেন। কর্মকর্তারা ফোন তুলতেই তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালাগালিও করেছেন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্ডেজ ফক্স ১৩-কে বলেছেন, এটা এমন বিষয় নয় যে, ফোন করে পুলিশকে দু’দিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গিয়েছেন।

ফার্নান্ডেজ জানান, গত মাসে একবার ২৪ ঘণ্টায় ৫১২ বার ফোন করেছেন তিনি। প্রথমে তার সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলতেন কর্মকর্তার। কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর