আজ বৃহস্পতিবার। ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:১৬

দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে ‘মানহানির’ অভিযোগ, ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ মেয়র তাপসের

দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে ‘মানহানির’ অভিযোগ, ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ মেয়র তাপসের
নিউজ টি শেয়ার করুন..

রাজধানীর ধানমন্ডি এলাকায় গাছ কাটা নিয়ে ‘মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে ১০০ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

৭ দিনের মধ্যে ১০০ কোটি টাকা প্রদানের কথা বলা হয়েছে; অন্যথায়, আদালতে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।

সংবাদপত্রের ১৩ মে’র প্রকাশনায় ‘কাটিং ট্রিস টু মেক ওয়ে ফর এয়ার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে পাঠানো হয়েছে এই আইনি নোটিশ।

একইসঙ্গে নোটিশটি পাঠানো হয়েছে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রতিবেদক বরাবরও।

প্রকাশিত সংবাদটি এখনও অনলাইনে রয়েছে, তাই এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সরানোর কথা বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৩ মে দ্য ডেইলি স্টার গাছ কাটাকে কেন্দ্র করে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্রেপোশনের মেয়রকে অপমান করে একটি ভিত্তিহীন প্রতিবেদন’ প্রকাশ করে। আর এই সংবাদ সাংবাদিকতার নীতি বিরোধী, যা বিদ্যমান আইন পরিপন্থী।

আজ বুধবার (৭ জুন) ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাউর রহমান এ নোটিশ পাঠান।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর