আজ শুক্রবার। ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৩:৩১

দেশে বিদ্যুৎ উৎপাদনে আজকেও রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে আজকেও রেকর্ড
নিউজ টি শেয়ার করুন..

আজও (১৮ এপ্রিল) দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন এক রেকর্ড হয়েছে।

গতকালকের (১৭ এপ্রিল) ১৫ হাজার ৬০৪ মেগাওয়াটকে ডিঙিয়ে আজ মঙ্গলবার রাত ৯টায় উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে দেশে ১৫,৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়।

তবে দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হলেও লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে।

মঙ্গলনার জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে আগেই ধারণা করা হয়েছিল। তারপর গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে, তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। এ কারণে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর