আজ বুধবার। ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৩:১৫

এক নজরে ব্রাজিল বনাম সার্বিয়া

এক নজরে ব্রাজিল বনাম সার্বিয়া
নিউজ টি শেয়ার করুন..

কাতার বিশ্বকাপে শীর্ষ ফেবারিট দলগুলোর তালিকায় অন্যতম ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাছাইয়ে অপরাজিত থেকেকাতারের টিকেট পাওয়া সার্বিয়া। দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়জিগ্রুপের ম্যাচেমুখোমুখি হবে ব্রাজিলসার্বিয়া।

এর আগে দেখে নেওয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান।

এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে শীর্ষ ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে দেশটিকে।১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল। ২০০২ সালের পর বিশ্ব সেরার মঞ্চে আরফাইনালে যেতে পারেনি লাতিন আমেরিকার দেশটি।

বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকেট পায় ব্রাজিল। সবচেয়ে বেশি গোল করেন তারকা ফরোয়ার্ড ( গোল)অন্যদিকে, সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার আলেকসান্দার মিত্রোভিচ (৫০ গোল) এবারের বিশ্বকাপের বাছাইয়ে জালেরদেখা পান বার। চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়।

২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল সার্বিয়া। ম্যাচটিতে গোলে জেতে তিতের ব্রাজিল। বিশ্বকাপ ছাড়া আরএকবারই একে অন্যের বিপক্ষে খেলেছে এই দুই দল। ২০১৪ সালের সেই প্রীতি ম্যাচে গোলে জিতেছিল ব্রাজিল।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর