দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -মঙ্গলবার -০৭ আগস্ট ২০১৮ : ২৩ শ্রাবণ ১৪২৫
সুনামগঞ্জ প্রতিনিদি: তাহিরপুরে ৬ বোতল মদসহ উপজেলা ট্রাভেল চেয়ারম্যান আটক
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ উপজাতি নৃ-গোষ্টির তাহিরপুর উপজেলা শাখার ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান পুলক আজিম(৩৫)কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মৃত শিক্ষক পুরেন্দ্র মারাকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত ৫টার সময় বাদাঘাট পুলিশ ফাঁড়ির এ এস আই মনির হোসেনের নেতৃত্বে কদল পুলিশ সদস্য গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত সংলগ্ন বারেক টিলারর উপর আনন্দপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদের বোতলসহ পুলক আজিমকে আটক করে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এর সত্যতা নিশ্চিত করেন।