দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -বৃহস্থপতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮: ২৭ ভাদ্র ১৪২৫
কামাল হোসেন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ৩য় বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট চৌকস অফিসার হিসেবে মনোনীত হয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর।
একই সাথে মাদক উদ্বার অভিযানে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে তাহিরপুর থানা নির্বাচিত হয়েছে। চলতি বছরের আগষ্ট মাসের মাসিক পর্যালোচনায় তাহিরপুর থানার ওসি নন্দন জেলার শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পেয়েছিলেন। বুধবার ১২ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা পুলিস লাইন্সে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার (এসপি) মো বরকতুল্লাহ খান সম্মাননা হিসেবে ক্রেস্ট, সম্মানতা স্মারক তুলে দেন ওসি নন্দন কান্তি ধরের হাতে।
সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ সহ জেলার পুলিশ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
এদিকে, আবারো জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা হিসাবে মনোনীত করায় পুলিশ সুপার মো বরকতুল্লাহ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহিরপুর থানার ওসিসহ অফিসার ও ফোর্সবৃন্দ। আর সাফল্যের হ্যাট্রিকে ওসি নন্দন ধরকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।
অভিনন্দনদাতারা বলছেন- ‘উদ্দেশ্য সৎ থাকলে মানুষ নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে তার জলন্ত প্রমান মানবসেবার প্রদর্শক তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর। পরপর তিনবার সুনামগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া সেটাই প্রমান করে।’
এদিকে, অনুরূপভাবে পুরস্কৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাহিরপুর থানার এস আই মুহিত মিয়াকে ওয়ারেন্ট তামিলে পুরস্কৃত করেন।
সভায় সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন- গত আগষ্ট মাসে জেলার পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভ’ক্ত আসামিকে গ্রেফতার করে। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে কাজ করায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃৃত করা হয় ।