আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:০৬

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করব: সাঈদ খোকন।

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করব: সাঈদ খোকন।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার-২০ আগস্ট ২০১৮ : ০৩ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ

বিগত তিন বছর আমরা ঘোষণা দিয়ে বর্জ্য পরিষ্কারে সফল হয়েছি। এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করব। কোরবানির জন্য আমরা স্থান নির্ধারণ করে দিয়েছি। যারা বাড়ির আঙিনায় করবেন, তারা বর্জ্যগুলো নিজ দায়িত্ব করপোরেশনের কন্টেইনারে দিবেন। রক্ত ধুয়ে দিবেন।’

১৯ আগস্ট, ররিবার নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক দিক-নির্দেশনামূলক সভায় এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

কোরবানি নিয়ে সভায় মেয়র খোকন বলেন, ‘ঢাকায় ঈদের পর দুদিন পর্যন্ত কোরবানি হয়। সে বর্জ্যগুলোও যেন দ্রুত পরিষ্কার হয়, আমরা তার ব্যবস্থা করেছি। ৫২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। পরিচ্ছন্নতা বিভাগে সবার ছুটি বাতিল করা হয়েছে। প্রায় দুই লাখ ব্যাগ আমরা নাগরিকদের হাতে দিব।

যারা পাবেন না, তারা কাউন্সিলর অফিস কিংবা অঞ্চলিক অফিস থেকে বিনামূল্যে তা সংগ্রহ করবেন। ব্লিচিং পাউডারও বিনামূল্যেই পাবেন।’

ঈদের দিন বৃষ্টি হলে করণীয় সম্পর্কে ডিএসসিসির মেয়র বলেন, ‘বৃষ্টি হলে কোরবানি করবেন না। একটু অপেক্ষা করবেন। যদি কোনো নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করুন।’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর জাহিদ হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ অনেকেই।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর