আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:৩৪

স্বামীকে সুখী করতে পারে স্ত্রীর যে ৬ টি উপায়।

স্বামীকে সুখী করতে পারে স্ত্রীর যে ৬ টি উপায়।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম:  কামশাস্ত্রতে বিবাহিত জীবনের ব্যাপারে আরও অনেক কিছুই আমরা জানতে পারি। মানসিক থেকে শারীরিক সম্পর্ক,একটা সুস্থ বিবাহিত জীবন এই সবকিছুর উপরেই নির্ভর করে। আর সেই ব্যাপারে দাম্পত্যের ব্যাপারে বেশ কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের ব্যপারে বলা হয়েছে কামশাস্ত্রতে। স্ত্রী ঠিক ঠিক কেমন হলে বিবাহিত জীবন সুখের হয়, আসুন জেনে নিই সেই বিষয়গুলি:

১. স্বামী ও স্ত্রী’র উভয়ের পরিবারের মধ্যেই কিছু না কিছু মিল অবশ্যই থাকা প্রয়োজন। আর যে পরিবারের উদার মন হিসেবে খ্যাতি রয়েছে, সেই পরিবারের মেয়েকেই বিয়ে করা উচিৎ।

২. স্ত্রী বুদ্ধিমতী হওয়া প্রয়োজন। আর বিশ্বে কি ঘটছে, সেই ব্যাপারে জ্ঞান থাকাও প্রয়োজন । স্ত্রী’র শিক্ষাও সমাজ ও পরিবারে উন্নতি নিয়ে আসে।

৩. স্ত্রী’কে তাঁর আশেপাশের মানুষদের সম্পর্কে খবর রাখতে হবে। যে কোনও স্তরের মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে।

৪. সামাজিক কর্তব্যের পাশাপাশি ধর্মের কাজেও যথেষ্ট নিষ্ঠা থাকা উচিৎ একজন স্ত্রী’র। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতিনীতি মেনে চলা উচিৎ।

৫. গলার আওয়াজ ধীর ও মধুর হতে হবে। লক্ষ্মীর মত টাকা সঞ্চয় ও করা উচিৎ, সরস্বতীর মত পবিত্র হওয়া উচিৎ ও পার্বতীর মত স্বামীর প্রতি নিষ্ঠাশীল ও হওয়া দরকার।

৬. যে মহিলা ভাই-বোনদের সাথে একসাথে বড় হয়েছে , তার ধৈর্য্য সাধারণত অনেক বেশি হয়। তারা শিশুদের ভালোবাসতে পারে ও একটা সম্পর্কের মর্যাদাও দিতে পারে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর