দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা, বোধবার, ২৫ জুলাই ২০১৮ | ১০ শ্রাবণ ১৪২৫
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় শাহাজাদি কলি।তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
যে মেয়েটি ময়মনসিংহের ভিন্ন সেচ্ছাসেবী সংগঠনে সেচ্ছাসেবী হিসাবে কাজ করতো। যে মেয়েটি অন্যকে বাচাতে ভিন্ন সময় নিজে রক্ত দিতো।
রক্ত ব্যবস্থা করার জন্য পাগল হয়ে যেত,যে মেয়েটি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতো সেই মেয়েটি আজ শুয়ে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের বিছানাতে।ডাক্তার বলেছে তার হার্ডের ব্লক করতে হবে তার জন্য অানুমানিক ব্যয় ৫ লক্ষ টাকা দরা হয়ছে।
তার বাবা একজন ক্যান্সারের রোগী, মা সংসার খরচ বহন করে কোনো রকম। এমতাবস্তায় তার চিকিৎসা খরচ চালানো পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না । আমরা কি পারি না, তার জন্য কিছু করতে,,? সবাই চাইলেই পারবো একজন স্বেচ্চাসেবীকে বাচাঁতে ।
আসুন মানবতার তরে পাশে দাড়াই।
যোগাযোগ:– 01916359343 বিকাশ নং:- 01710268210 রকেট নং:-019163593438 শাহাজাদি কলিকে বাঁচাতে এগিয়ে আসুন……