আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৩১

সুশীলদের কে গালি দিতে দিতে আমরা নিজেরাই সুশীল হয়ে যাচ্ছি-সিদ্দিকি নাজমুল।

সুশীলদের কে গালি দিতে দিতে আমরা নিজেরাই সুশীল হয়ে যাচ্ছি-সিদ্দিকি নাজমুল।
নিউজ টি শেয়ার করুন..

দ্যা টাইমসঅফবিডি.কম: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আলোচিত সাধারন সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম তার নিজেস্ব ফেসবুক এ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন , সুশীলদের কে গালি দিতে দিতে আমরা নিজেরাই মনের অজান্তে সুশীল হয়ে যাচ্ছি।

দ্যা টাইমসঅফবিডি.কম এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হর।

কিছুদিন আগে ছাত্র ফেডারেশনের এক নেত্রী বেয়াদবের মতো রাজু ভাস্কর্য্যে দাড়িয়ে মিডিয়ার সামনে দেশের প্রধানমন্ত্রী কে আপত্তিকর ভাষায় গালি দিলো ।আমরা তার বক্তব্য ফেসবুকে দিলাম গালি দিলাম ব্যাস শেষ আমাদের দায়িত্ব !!!!!!!!!!!! গতকাল অপরাজেয় বাংলায় দাড়িয়ে একজন সাবেক শিক্ষক জাতির জনক এবং তার কন্যাকে নিয়ে পাগলের মতো প্রলাপ বকলেন দৃষ্টতা দেখালেন ।

আবারও আমরা তাকে ফেসবুকেই গালি দিলাম!!!!!!!!!!! দিনে দিনে তাদের সাহস খুব বেড়ে যাচ্ছে আর আমরা কিন্তু রাজনৈতিক ভাবে ফেসবুকে বন্দী হয়ে যাচ্ছি যখন বিরোধী দলে ছিলাম তখনকার সময়ে ছাত্রফেডারশনের কেন্দ্রীয় নেতা রায়হান ভাইকে চারুকলার সামনে গজারী দিয়ে বেধমভাবে পিটালো ছাত্রদলের গুন্ডারা যা সকল দৈনকে লিড নিউজ হয়েছিলো আমরা ছাত্রলীগ তার পাশে দাড়ালাম বাঁচালাম আন্দোলন করলাম ।

ছাত্রলীগ মধুর ক্যান্টিনে না থাকলে কাটাবনের দেওয়াল ভেঙে যে জামাত শিবির ফেডারশনের ঐ নেত্রীকে হুর মনে করে তুলে নিয়ে যাবে এটা ওরা এখন আর ভাবেনা । আর শিক্ষকমশায় আপনাকে বলছি আপনি শহীদ মিনারে যা বলেছেন তা জগন্য বলেছেন আপনার সাথে বেয়াদবী কেউ করেনি হয়তো আপনি একজন শিক্ষক ছিলেন তাই । আপনি জাতির জনক কে নিয়ে বাজে মন্তব্য করেন আরে মিয়া জাতিরজনকের জন্ম না হলে তো আপনি মিয়া হইতেন বড়জোর পাকিস্তানি একজন কেরানী ।

সময় এসেছে এখন এদের প্রতিহত করতে হবে সমুচিত জবাব দিতে হবে রাজপথে । আমাদের সকলকে ডিজিটাল রাজনীতি ছেড়ে মাঠের রাজনীতিতে আবার সরব হতে হবে নতুবা বেয়াদব এবং জ্ঞানপাপী ষড়যন্ত্রকারীরা আরও বেপোরোয়া হয়ে উঠবে ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর