তিনি জানান, অনেকের ধারণা আমাদের সঙ্গে দেহরক্ষীরা থাকেন বলে আমাদের এই ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয় না। কিন্তু দেহরক্ষীরা থাকা সত্ত্বেও ভিড়ের মধ্যে অনেক সময়েই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
ছয় মাস আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৫ বছরের এক কিশোরের হাত ছিল আমার গায়ে। ও ভেবেছিল, ভিড়ের চাপে আমি বুঝতে পারব না। কিন্তু আমার পেছন থেকে আমি তার হাতটা ধরে ফেলি।
কিন্তু এই কাজ এত ছোট বয়সের একটা ছেলে করেছে, সেটা দেখে আমি চমকে যাই। এখানেই শেষ নয়, সুষ্মিতা সেদিন ছেলেটিকে শিক্ষাও দেন।
সুস্মিতা জানান, আমি তার ঘাড় ধরে অন্যদিকে হাঁটতে নিয়ে যাই। আমি তাকে বলি, লোকজনকে এখন জানালে ওর জীবন নষ্ট হয়ে যাবে। ছেলেটি প্রথমে অস্বীকার করছিল। কিন্তু অবশেষে সে স্বীকার করে এবং ক্ষমা চায়।