আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:৪৭

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইডেন।

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইডেন।
নিউজ টি শেয়ার করুন..

(দ্যাটাইমসঅফবিডি.কম): কোয়ার্টারে ফাইনালে ওঠার লড়াই। কিন্তু ম্যাচে উত্তেজনার পারদ ছড়াতে পারল আর কোথায়! বরং সুইজারল্যান্ড ও সুইডেনের ম্যাচটা গ্রুপ পর্বের কোনো নিয়ম রক্ষার ম্যাচ হলেই বুঝি ভালো হতো! অপেক্ষাকৃত ম্যাড়ম্যাড়ে ম্যাচ বলতে যা বোঝায়, সেন্ট পিটার্সবার্গে হলো তা-ই। এমন ম্যাচের মীমাংসা করে দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার এমিল ফোর্সবার্গ। তাঁর একমাত্র গোলেই শেষ আটে পা রাখল সুইডেন।

Image result for সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইডেন।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে। তা-ও আবার অনেকটা প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের সহায়তায়। ফোর্সবার্গের শট সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির পায়ে লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে। অথচ বলটা আকানজি না ঠেকালে সোজা গোলরক্ষকের কাছেই যেত। সুইস গোলরক্ষক সমার কোমরে হাত দিয়ে যেন বলছেন, ‘বলের এমন গতি পরিবর্তন হলে আমার কী করা।’ এই একটি গোল বাদ দিলে বেশ কয়েকবার ইশ্ শব্দ উঠেছে, আর শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সুইস ডিফেন্ডার মিখায়েল লাং। ম্যাচের উত্তেজনা বলতে এটুকু।

ম্যাচ শেষে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের বলের দখল ছিল ৬৬ ভাগ। অর্থাৎ ম্যাচের নাটাই ছিল সুইজারল্যান্ডের হাতে (পড়ুন পায়ে)। কিন্তু কার্যকরী ফুটবল বলতে যা বোঝায়, তা খেলেছে সুইডিশরাই। সুইস উইঙ্গার জাদরান শাকিরি ডান প্রান্ত দিয়ে আড়াআড়ি বল নিয়ে বারবার বক্সে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু তা চোখে দেখার জন্যই ছিল ভালো। সুইডেনের ডাভল পিভট হোল্ডিং মিডফিল্ডারের একজন তাঁকে বাড়তি নজরে রাখায় শাকিরিকে বারবার এসে থামতে হয়েছে বক্সের সামনে। এর পরে ব্যাক পাস অথবা দূরের পোস্টে ক্রস। কিন্তু তা আর সুইডেন রক্ষণভাগের পরীক্ষা নিতে পারল কোথায়?

সুইডিশদের প্রতি আক্রমণের প্রশংসা বরং করা যাক। বল দখলের লড়াইয়ে তাঁরা অনেক পিছিয়ে থাকলেও, প্রতি আক্রমণে গোলের সুযোগ তারাই বেশি তৈরি করেছে। ২৯ মিনিটে মার্কাসের ভলি দুর্দান্ত সেভ না হলে তখনই এগিয়ে যেতে পারত সুইডেন। তবে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন সুইডেনের মিডফিল্ডার আলবিন একদাল। ৪১ মিনিটে ডান প্রান্ত থেকে মিকায়েল লাসতিগের ক্রসে গোলমুখ থেকে আনমার্কড থাকা অবস্থায় ভলি নিয়েছিলেন। কিন্তু বার উঁচিয়ে বল বাইরে।

দ্বিতীয়ার্ধে সে পাপ মোচন হয়েছে ‘নম্বর টেন’ ফোর্সবার্গের পায়ে। স্কোরবোর্ডে তাঁর নামই থাকবে। কিন্তু ম্যানুয়লের পায়ে না লাগলে গোলটা না হওয়ার সম্ভাবনাই ছিল ৯০ ভাগ। গ্রুপ পর্ব থেকে শুরু করে দুর্দান্ত খেলে আসছিলেন ফোর্সবার্গ। কিন্তু নামের পাশে যোগ হচ্ছিল না শুধু গোলটাই। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে গেলেও আজ তা হলো।

গোল হজম করে সুইসরা গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ফলে নিজেদের ঘর ফাঁকা করে আক্রমণে ওঠায় যোগ করা সময়ে এক প্রতি আক্রমণে দ্বিতীয় গোল পেতে বসেছিল সুইডেন। বল পায়ে একা ডি-বক্সের দিকে ঢুকে পড়া মার্টিন ওলসনকে পেছন থেকে মিখায়েল লাং ধাক্কা মারলে পেনাল্টির বাঁশি বাজিয়ে লাল কার্ড দেখান রেফারি। পরে অবশ্য ভিডিও ফুটেজ দেখে পেনাল্টির সিদ্ধান্ত বদল করে ডি বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক দেওয়া হয়। অলা তয়ভোনেনের শট সুইজ গোলরক্ষক ফিরিয়ে দেন। আর এতেই বাজে শেষ বাঁশি। আর গ্যালারিতে শুরু হয় হলুদ উৎসব।

হবেই বা না কেন! অনেক দিন পরে শেষ আটের চৌকাঠে পা রাখল সুইডেন। ১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর আর কখনোই গ্রুপপর্ব পেরোতে পারেনি সুইডেন। অবশ্য শেষ ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে তো খেলতেই পারেনি তারা। এবার তো গত এক যুগের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই এসেছিল। আর সে দলই কিনা প্রত্যাবর্তনেই পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে! কোয়ার্টারে ফাইনালে ওঠার লড়াই। কিন্তু ম্যাচে উত্তেজনার পারদ ছড়াতে পারল আর কোথায়! বরং সুইজারল্যান্ড ও সুইডেনের ম্যাচটা গ্রুপ পর্বের কোনো নিয়ম রক্ষার ম্যাচ হলেই বুঝি ভালো হতো! অপেক্ষাকৃত ম্যাড়ম্যাড়ে ম্যাচ বলতে যা বোঝায়, সেন্ট পিটার্সবার্গে হলো তা-ই। এমন ম্যাচের মীমাংসা করে দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার এমিল ফোর্সবার্গ। তাঁর একমাত্র গোলেই শেষ আটে পা রাখল সুইডেন।

 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর