সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। এর থেকে পরিত্রান পাচ্ছে না ছোট বড় প্রতিষ্ঠান, ব্যাংক/বীমা এমনকি সরকারি ওয়েবসাইটগুলো। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তায় আরো বেশি শক্তিশালী করে তোলার লক্ষ্যে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে ও সাইবার সচেতনতায় কাজ করছে ডিকোডস ল্যাব। দেশে প্রথমবারের মতো ‘ডিকোডস ল্যাব, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক ইনস্টিটিউট অ্যান্ড কনসালটেন্সি’ তথ্যপ্রযুক্তিতে দক্ষ লোক তৈরি করতে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার সাথে একযোগে কাজ করে চলছে। ইতোমধ্যে প্রায় ৫০০ আইটি সিকিউরিটি প্রফেশনাল তৈরি করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান সার্টিফাইট ইথিক্যাল হ্যাকার এবং প্রশিক্ষক আরিফ মঈনুদ্দীন। তিনি অনেকদিন ধরে দক্ষ সিকিউরিটি প্রফেশনাল তৈরিসহ আইন প্রয়োগকারী সংস্থাদের ও সাইবার ক্রাইম প্রতিরোধে ট্রেনিং দিয়ে আসছেন। এর মধ্যে র্যাব, সিআইডি ও পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেয়া হয়েছে। সাইবার ক্রাইম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশের সকল আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাইবার সিকিউরিটির উপর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত্ বলে তিনি মনে করেন। অনলাইনে যে কেউ সাইবার ক্রাইমের শিকার হলে তাত্ক্ষণিকভাবে ডিকোডস ল্যাবের ফেইসবুকে জানালে তারা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবে। প্রয়োজনে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ https://www.facebook. com/decodeslab/ ছাড়াও ওয়েবসাইট www.decodeslab.com -এ ভিজিট করতে পারেন।