আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৪৭

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী: প্রধানমন্ত্রী  শেখ হাসিনা
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা  : ১৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং | ৪ঠা আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯ সেপ্টেম্বর, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ তহবিলে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দৃঢ়ভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু কেউ এই সুযোগকে শিশুসুলভভাবে ব্যবহার করতে যেন না পারে, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

গণমাধ্যমে নিজের বিরুদ্ধে সমালোচনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধে কে, কী লিখছে, সে সম্পর্কে আমি তেমন কেয়ার করি না। যারা আমার পক্ষে লিখেন এবং যারা আমার বিরুদ্ধে লিখেন, তাদের সম্পর্কে আমি সামান্যই চিন্তা করি।’

‘আমরা মনে করি, যেকোনো কাজ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমার নিজের ওপর আস্থা রয়েছে। আমি নিজের আত্মবিশ্বাসের সাথে চলি।’

সে সময় দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ও অভাবগ্রস্ত ১১৩ জন সাংবাদিক এবং বিভিন্ন ঘটনায় নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিক কল্যাণ তহবিলে আরও ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারম্যান হাসানুল হক ইনু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, তথ্য সচিব আব্দুল মালেক এবং পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর