দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শুক্রবার -০৩ আগস্ট ২০১৮ : ১৯ শ্রাবণ ১৪২৫
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অসাধারণ ১৪৯ রানের ইনিংস ভারতকে লড়াইয়ে এনে দিয়েছে। বিরাট সেঞ্চুরি করে শুধু সমালোচনার জবাব দিয়েছেন তাই নয়, টেস্ট ক্রিকেটে দ্রুততম ২২টি সেঞ্চুরি করার প্রথম পাঁচের তালিকায় ঢুকে পড়লেন। এ ক্ষেত্রে তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দেখে নেওয়া যাক কিংবদন্তিদের সেই তালিকা
’ টেস্ট সিরিজ শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, চার বছরের পুরনো স্মৃতি তাড়া করে বেড়াবে না তো কোহালিকে। ইংল্যান্ড সিরিজের সেই ব্যর্থতা কাটাতে পারবেন তো ভারত অধিনায়ক? সমালোচকদের একটা ইনিংসেই জবাব দিয়ে দিলেন তিনি। পরিসংখ্যান বলছে, ২০১৪ টেস্ট সিরিজে বিরাট ১০ ইনিংসে ২৮৮ বল সামলে করেছিলেন মোট ১৩৪ রান। বৃহস্পতিবার তিনি এক ইনিংসেই ২২৫ বলে করলেন ১৪৯ রান। যেখানে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রথম ইনিংসে তিরিশ রানও পেরোননি। বীরেন্দ্র সহবাগ লিখেছেন, ‘‘অসাধারণ সেঞ্চুরি করল কোহালি। চার বছর আগে ইংল্যান্ড সিরিজে ১০ ইনিংসে যা রান করেছিল, আজ প্রথম ইনিংসেই তার চেয়ে বেশি রান করল।’’
কতটা ব্যতিক্রমী ছিল এই ইনিংস? সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘‘বিরাট বিশ্বের অন্যতম সেরা স্ট্রোকপ্লেয়ার। কিন্তু এই ইনিংসে ও দেখাল স্ট্রোক না খেলেও কী ভাবে এ রকম দুরন্ত সেঞ্চুরি করা যায়।’’