দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -রবিবার -০৫ আগস্ট ২০১৮ : ২১ শ্রাবণ ১৪২৫
শফিক আহমেদ ভূইয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী আজ রোববার (৫ আগস্ট)।শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচত সভাপতি রেজাউল হক চৌধরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী এবং অন্যান্য নেতাকর্মী।এ সময় শেখ কামালের শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামালের লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি, খেলাধুলা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি অঙ্গণেও বিচরণ ছিলো। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে যথোচিত ভূমিকা পালন করেন।