আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:২৭

শাজাহান খানকে প্রধানমন্ত্রীর শেষবারের মতো সতর্কবার্তা।

শাজাহান খানকে প্রধানমন্ত্রীর শেষবারের মতো সতর্কবার্তা।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার -৩০ জুলাই ২০১৮ : ১৫ শ্রাবণ ১৪২৫

নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খানকে তিরস্কার ও সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ সভার শুরুতেই শাজাহান খানকে সামনে দেখে বিরক্তি প্রকাশ করেন তিনি। দুইজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে শাজাহান খানকে বলেন, মন্ত্রিত্ব করতে হলে আরো অনেক দায়িত্বশীল আচরণ ও কথাবার্তা বলতে হবে। নিজেকে খুব বেশি ক্ষমতাশীল ভাবা উচিত না। ক্ষমতা দেয়ার ও নেয়ার মালিক আল্লাহ।ক্ষমতার অপব্যবহার করলে সেই ক্ষমতা থাকেনা।”

 

মন্ত্রীপরিষদ সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, এই সময় শাজাহান খান মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য মন্ত্রীদের দায়িত্বশীল কথাবার্তা বলার জন্য নির্দেশনা দেন। মিডিয়ায় চেহারা দেখানোর খুশিতে যা ইচ্ছা তাই বলার প্রতিযোগিতা বন্ধ করার বিষয়ে মন্ত্রীদের সতর্ক করেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর