মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রিভলবার সহ এক যুবক গ্রেফতার। লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলীর নেতৃত্বে এস, আই, মিজান, এস,আই, সুমন চন্দ্র পাল, সঙ্গীয় ফোর্স জসিম উদ্দিন ১৪জুলাই বিকাল ৪’৩০মিঃ গোপন সংবাদের ভিত্তিতে; আদিতমারি উপজেলার খাতাপাড়া বাজারে মাহাতাব হোসেন বুকুলের চায়ের দোকানে, অভিযান চালিয়ে একটি দেশী রিভলবার উদ্ধার পূর্বক, আসামী মোঃ সায়মুন ইসলাম শুভ(২৫) পিতাঃ নুরুজ্জামান ইসলাম বাবু সাং- তালুক খুটামারা বানভাসা মোড়,থানা ও জেলা লালমনিরহাট কে গ্রেফতার করে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিবেদক কে জানান আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রশ্তুতি চলছে।