আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৪৫

রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষনা…

রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষনা…
নিউজ টি শেয়ার করুন..

খেলাধুলা

নিউজ আপডেট

১৬.০৫.১৮  ২.৩০

 

রাশিয়া বিশ্বকাপের জন্য ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো । এখনো শতভাগ ম্যাচ ফিট না হলেও দলে আছেন নেইমার। এছাড়াও ছোট-খাটো চমক দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। দানি আলভেসের জায়গায় সুযোগ পেয়েছেন ফ্যাগনার। জায়গা হয়নি রাফিনহা-অ্যালেক্স সান্দ্রো-ডেভিড লুইজদের। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারা ম্যাচটিতে খেলা মাত্র ৪ ফুটবলার যাচ্ছেন রাশিয়ায়।

ব্রাজিলের এবার হেক্সা মিশন। ৪ বছর আগে বেলো হরিজন্তে ট্র্যাজেডি ভোলার উপলক্ষ আসছে। কিন্তু কারা ব্রাজিলিয়ানদের স্বপ্নসারথি হয়ে যাবেন রাশিয়া বিশ্বকাপে। প্রথম ম্যাচের একাদশের একটা ধারনা বেশ আগেই দিয়ে রেখেছিলেন কোচ তিতে। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা।

২০ বছর আগে ১৯৯৮ বিশ্বকাপের জন্য যে দিনে ফ্রান্স ও ব্রাজিল তাদের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছিলো, সেই দিনটাই বেছে নিলেন তিতে। তবে দলে নেই বড় কোনো চমক। গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন, এডারসন ও কাসিও।

দানি আলভেসের চোটের কারণে ডিফেন্সে নতুন কোনো মুখ দেখা যাবে তা জানাই ছিলো। দানিলো, মার্সেলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্কুইনহোস, ফিলিপে লুইসের সঙ্গে আছেন অপেক্ষাকৃত অনভিজ্ঞ ফ্যাগনার ও পেদ্রো জেরোমেল। জাতীয় দলের হয়ে এই দু’জন খেলেছেন মোটে ৬টি ম্যাচ।

তবে সেলেসাওদের মিডফিল্ড বেশ শক্তিশালী। যা দেখে ঈর্ষা হবে যে কোনো দলেরই। আছে সব অভিজ্ঞ ও ফর্মে থাকা খেলোয়াড়। কাসেমিরো, ফার্নানদিনহো, পৌলিনহো, অগাস্তো, কৌতিনহো, উইলিয়ান, ডগলাস কস্তাদের সঙ্গে চমক একজনই, শাখতার দোনেৎস্কে খেলা ফ্রেড।

ফরোয়ার্ড লাইনে নতুন মুখ হিসেবে শাখতার দোনেৎস্কের তাইসন। বাকি তিনজন ফিরমিনো-জেসুস ও নেইমার। গেলো মার্চে ইনজুরিতে পড়ে হুমকির মুখে পড়েছিলো নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ। ব্রাজিল চিকিৎসক নিশ্চিত করেছেন বিশ্বকাপের আগেই শতভাগ ফিট হবেন নেইমার। খেলবেন প্রীতি ম্যাচগুলোতেও।

ব্রাজিল ফুটবল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, ‘নেইমারের শারীরিক অবস্থা এখন খুবই ভালো। এরই মধ্যে সে মাঠে নেমেছে আর আগামী সপ্তাহেই পুরোদমে অনুশীলন শুরু করবে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে তাকে ম্যাচ ফিট করে তোলা। আশা করছি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই সে খেলবে।’

কাগজে-কলমে শক্তিশালী দলই ব্রাজিল। তাই তো আসর গড়ানোর আগেই হুংকার ব্রাজিল কোচের। বিশ্বকাপে নিজেদেরই ফেবারিট মানছেন তিতে।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ তিতে বলেন, ‘আমি দম্ভ বা ভদ্রতা কোনোটাই দেখাচ্ছি না। অনেকে অনেক কথাই বলবে। কিন্তু এটা মানতেই হবে বিশ্বকাপে আমরাও ফেবারিট। তবে মাঠে নামার আগে অবশ্যই আমাদের শতভাগ প্রস্তুত হতে হবে।’

২১ মে অনুশীলন শুরু করবে ব্রাজিল। এর ৭ দিন পর লন্ডনে গিয়ে অনুশীলনের পাশাপাশি ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামার আগে, ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে নেইমার-কৌতিনহোদের।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর

No Content Available