দ্যাটাইমসঅফবিডি.কম: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতীকে প্রচারণায় নেমেছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রচারণা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রচারণাসহ মেয়র পদে লিটনের জন্য নৌকায় ভোট চাচ্ছেন তারা। ভোটাররাও তাদের প্রচারণায় বেশ সাড়া দিচ্ছেন।
এদিকে আজ সোমবার রাজশাহীর বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ভোট চান ছাত্রলীগ সভাপতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের নিউ মার্কেট, হকার্স মার্কেট, সাহেব বাজার, গণকপাড়া, মালোপাড়া, কাদিরগঞ্জ ও স্বর্ণপট্টি এলাকায় প্রচারণা চালান ছাত্রলীগ সভাপতি সোহাগ। এসময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন ছা
ত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-দপ্তর সম্পাদক আবু সাঈদ কনক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এছাড়াও নৌকার পক্ষ নগরীর বিভিন্ন এলাকায় ভোট চেয়ে প্রচারণা চালান রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মিরাজ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।