আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৪১

যৌননিপীড়ক সেই শিক্ষকের বিরুদ্ধে আবারো বিক্ষোভ।

যৌননিপীড়ক সেই শিক্ষকের বিরুদ্ধে আবারো বিক্ষোভ।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শনিবার -০৪ আগস্ট ২০১৮ : ২০ শ্রাবণ ১৪২৫

সজীব আহমেদ, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন এর দায়ে সাময়িক বরখাস্ত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন এর স্থায়ী বহিষ্কার এর দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

শনিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন এর স্থায়ী বহিষ্কার চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ১৭ জুলাই সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন এর বিরুদ্ধে  একই বিভাগের তিন শিক্ষিকার যৌন নিপিড়ক এর অভিযোগ এর ভিত্তিতে  তাকে (রুহুল আমিন) ১৮ জুলাই সাময়িক ভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর পর স্থায়ী বহিষ্কার এর দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখানে নারী শিক্ষকদের সাথেও যৌন নীপিড়ন এর অভিযোগ তোলে একই বিভাগের নারী শিক্ষার্থীরা। সেখান থেকে বক্তারা তাকে যৌন সন্ত্রাস বলেও আখ্যায়িত করেন।

শনিবার (৪আগস্ট) তদন্ত কমিটির প্রতিনিধিরা তদন্তের জন্যে বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর