(দ্যাটাইমসঅফবিডি.কম): এবার মোটরসাইকলের দাম বৃদ্ধি করতে যাচ্ছে হিরো মোটর করপোরেশন। ভারতীয় বাজারে বর্ধিত মূল্যের ঘোষণা করেছে জনপ্রিয় এই টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান।
গাড়ি বানানোর কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে হিরো মোটরসজানা গেছে, হিরোর সব মোটরসাইকেলের দাম ৫০০ রুপি পর্যন্ত বাড়বে।
চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে ভারতে ২১ লাখ বাইক বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তারা আশা করছে, আগামী মাসেও বাইক বিক্রি এই একই গড় ধরে রাখতে পারবে। সব মিলিয়ে হিরোর বাজার এখন বেশ ভালই যাচ্ছে।
ভারতে বাইক বিক্রির ক্ষেত্রে সংস্থার দীর্ঘ দিনের সুনাম আর ভারতে বর্ষায় বিগত কয়েক বছরের বাইক বিক্রির পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এই আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসে একাধিক নতুন বাইক বাজারে আনতে চলেছে হিরো। তার মধ্যে রয়েছে এক্সট্রিম ২০০ আর, ১২৫ সিসির স্কুটার হিরো ডুয়েট ১২৫ আর, হিরো মাস্ট্রো এজ ১২৫।
দ্যাটাইমসঅফবিডি.কম/০৬/০৭/১৮