আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৪৯

মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা।

মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা।
নিউজ টি শেয়ার করুন..

মাদারীপুর প্রতিনিদি: মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার মধ্যরাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে।  পুলিশ ও মেয়রের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল বেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের জানালা ভেঙে মেয়রকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে মেয়র এনায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ।  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

দ্যাটাইমসঅফবিডি.কম/১৫/০৭/১৮

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর