দ্যাটাইমসঅফবিডি.কম মাশরাফি বিন মুর্তজা যেন জিয়নকাঠি! তার ছোঁয়ায় পাল্টে গেল বাংলাদেশ! উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। স্বাগতিকদের ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এমন জাদুকরী পারফরম্যান্সের পর কে বলবে টেস্ট সিরিজে ভরাডুবি ঘটেছিল ওদের?
দুই টেস্টের চার ইনিংসে দুইশ রান পেরোতে না পারা সে বাংলাদেশই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করলো ৪ উইকেটে ২৭৯ রান। তামিম-সাকিব-মুশফিক তিন ত্রয়ীর তিন রকম ব্যাটিং ক্যারিশমায় এ রান স্কোরবোর্ডে জমা হয়। এরপর মাশরাফি-মুস্তাফিজ-রুবেলদের দুর্দান্ত বোলিংয়ে ৩১ রানে জয় দিয়ে কি দুর্দান্তভাবেই না ওয়ানডে সিরিজটা শুরু করলো টাইগাররা। এরকম পারফরমেন্স অসম্ভব ভাবলে ভুল ভাবা হবে। কেননা ওয়ানডেতে বাংলাদেশ দল সবসময় দুর্দান্ত ছিল। তবে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে এই প্রথম কোন শক্তিশালী দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই এল এমন দাপুটে জয়।
টসে জিতে ব্যাট করতে নেমে ১ রানে আউট হয়ে ফিরলেন এনামুল হক বিজয়। সে সময়টায় ক্যারিবিয়ান পেসাররা আগুন ঝরা বোলিং করছিলেন। কিন্তু তিনে নামা সাকিবকে নিয়ে ঠান্ডা মাথায় সেটা সামাল দেন তামিম। তামিম পুরো ৫০ ওভার ব্যাটিং করে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ১৬০ বলে ১৩০ রানের ইনিংসটি দেখতে একটু বেমানান হলেও এই ইনিংসটির কারণে রানটা ২৭৯ ছুঁয়েছে। সাকিব আল হাসান তিনে নেমে খেলেছেন অসাধারণ এবং কার্যকর এক ইনিংস। দায়িত্বশীল এবং পরিশ্রমী ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।১২১ বলে ৯৭ রানে থেমেছে সাকিবের বীরচিত ইনিংসটি।
৪৫ ওভারের পর হাতে উইকেট থেকেও রান আসছিল না। ফলে আড়াইশ পার হবে কি না সন্দেহের মেঘ ঘণীভূত হয়। তবে তা দূর করেন মুশফিক। শেষদিকে মাত্র ১১ বলে ৩০ রানের ক্যামিও খেলেন মিস্টার ডিপেন্ডেবল। এতে ৪ উইকেটে ২৭৯ রানের ফাইটিং স্কোর পায় বাংলাদেশ। সেই পথে হয়েছে দলীয় রেকর্ড। ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে এটিই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেবেন্দ্র বিশু নেন সর্বোচ্চ ২ উইকেট।
টাইগার বোলারদের সামনে এদিন খোলস ছেড়ে বেরোতে পারেননি গেইল-আন্দ্রে রাসেলরা। প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের সেরা বোলার তিনি। ১০ ওভারে এক মেডেনসহ ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। আন্দ্রে রাসেল, িএভিন লুইস ও জেসন হোল্ডারের উইকেট ৩টি নিয়েছেন মাশরাফি। মুস্তাফিজও এদিন ফর্মে ফিরেছেন। উইকেটে সেট হয়ে যাওয়া শিমরন হেটমেয়ারকে ফিরিয়েছেন সাকিবের ক্যাচ বানিয়ে। ৮ ওভারে ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। রুবেল হোসেন ও মেহেদী মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২৫ জুলাই গায়ানাতেই দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের।