আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:২৪

মাশরাফি বন্দনায় সাবেক ক্রিকেট গ্রেটরা !!

মাশরাফি বন্দনায় সাবেক ক্রিকেট গ্রেটরা !!
নিউজ টি শেয়ার করুন..

 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধরন নেতৃত্ব দিয়েছে ক্যাপটেন ফ্যান্টাসি মাশরাফি বিন মুর্তুজা।টেস্টে বিবর্ন দলটা ওয়ানডেতে চিরচেনা রুপে।
মাশরাফি যেন জিয়নকাঠি।তার ছোঁয়ায় পাল্টে গেল বাংলাদেশ।উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে।
শুধু তাই নয়,গুটিয়ে যাওয়া দলটাকে সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি। মাশরাফির বন্দনায় সাবেক ক্রিকেট গ্রেটরাও প্রশংসায় ভাসিয়েছিলেন।
বাংলাদেশের মাশরাফি কে নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন মেগ্রা বলেন, ”পৃথিবীতে দুই ধরনের বোলার আছে। একটি মাশরাফি আন অন্যটি বাকি সবাই।”
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা বলেন, “আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি।”
ওয়েস্ট ইন্ডিজের আরেক লিজেন্ড ব্যাটসম্যার স্যার ভিভ রিচার্ডস বলেন, “আমার সৌভাগ্য আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয়নি।”
ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লাক্সম্যান বলেন, “আপনি যদি মাশরাফির পুরো এক ওভার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন তার মানে আপনি একদিন লিজেন্ড হবেন।”

 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর