২০১৮ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার বাংলাদেশিসহ ১৭ হাজার ৮শ’ ৬৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়শিয়া পুলিশ। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও অবৈধ অভিবাসীদের কাজ দেওয়ার জন্য ৪৫৫ নিয়োগকর্তাকেও আটক করা হয় বলেও জানানো হয়। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত অবৈধ অভিবাসীবিরোধী মোট ৬ হাজার ১৯টি অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিয়ানমার, ভারতসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ায় বহু অবৈধ বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে চলতি বছর ৪ লাখ ৮২ হাজার বাংলাদেশি, বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন।