আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:১০

মারলে ছাত্রলীগ মার খেলে সাধারন শিক্ষার্থী : আশরাফুল আলম খোকন।

মারলে ছাত্রলীগ মার খেলে সাধারন শিক্ষার্থী : আশরাফুল আলম খোকন।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার -০৬ আগস্ট ২০১৮ : ২২ শ্রাবণ ১৪২৫

গতকাল রোববার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলমান নিরাপদ সড়ক চাই দাবির সাধারন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লিখেছেন,কেউ মারলে ছাত্রলীগ মারছে,মার খেলে সাধারন শিক্ষার্থী।স্ট্যাটাসটি দ্যাটাইমসবিডি.কম পাঠকদের জন্য হুবু তুলে ধরা হল:

স্কুলের শিক্ষার্থীরা মাঠে নেই, ঘরে ফিরে গেছে। আজ দেশের কয়েকটি জায়গায় চিহ্নিত শিবির ছাত্রদল,পঁচে যাওয়া কিছু বাম আর জঙ্গি দীক্ষায় দীক্ষিত কিছু তরুণদের গোষ্ঠী। মিডিয়ার ভাষায় তারা সাধারণ শিক্ষার্থী। কারণ তাদের ব্যানারে লেখা থাকে সাধারণ শিক্ষার্থী।

আর কেউ মাইর দিলেই মিডিয়াতে তারা হয়ে যাচ্ছে ছাত্রলীগ। সে মাইর যদি ছাত্রলীগও খায় তাও মিডিয়া তাকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে দিচ্ছে। কারণ সে মাইর খেয়েছে। ক্যানরে ভাই ছাত্রলীগ কি গায়ে লেখা থাকে নাকি নাম শুনলেই গা চুলকায়? আমরাতো জানি, জামাতি- বামাতি-আর ভুয়া জাতীয়তাবাদীদের ছাত্রলীগের নাম শুনলে গা জ্বলে।’

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর