আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:২৮

মাত্র আট হাজার টাকায় ল্যাপটপ!

মাত্র আট হাজার টাকায় ল্যাপটপ!
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: মাত্র ৮ হাজার টাকায় ল্যাপটপ কিনতে চান? যে ল্যাপটপে রয়েছে আপনার শিশুর পড়াশোনার সব উপকরণ। এই ল্যাপটপটি কিনতে চাইলে আপনাকে আসতে হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

কেননা, এখানে গতকাল থেকে শুরু  হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এই মেলায় সাশ্রয়ী দামের একটি ট্যাব বিক্রি করছে বিজয়।

শিক্ষার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই মিনি ল্যাপটপটি বিক্রি করছে।

ল্যাপটপটিতে রয়েছে বিজয় ডিজিটালের চার হাজার টাকা মূল্যের শিক্ষামূলক সফটওয়্যার।

অরিজিনিাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত মিনি ল্যাপটপটিতে রয়েছে ৮.১ ইঞ্চির টাচক্রিন ডিসপ্লে।

১ জিবি র‌্যামের এই ট্যাবে ১৬ জিবি স্টোরেজ আছে। স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। ল্যাপটপটি বাংলা কি-বোর্ড সম্বলিত।

১.৮৩ গিগাহার্জ ইন্টেল প্রসেসর সমৃদ্ধ এই মিনি ল্যাপটপে রয়েছে মাইক্রোসফট অফিস ৩৬৫। কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই, ব্লুটুথ ক্যামেরা ও হেডফোন।

বিজয় ল্যাপটপটি নিয়ে প্রতিষ্ঠানটির ফ্যাকাল্টি মেম্বার তৌফিক বলেন, ল্যাপটপটিতে শিশু শিক্ষার বাংলা সফটওয়্যারসহ বিজয় প্রাথমিক শিশু শিক্ষা ১, শিশু শিক্ষা ২, প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা ১,২ ও ৩ ইনস্টল করা আছে।

দ্যাটাইমসঅফবিডি.কম/১৩/০৭/১৮

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর