গতকাল ছিল বিশ্ব বাবা দিবস।কি লিখব ভেবে পাচ্ছিলাম না।সারা বিশ্বের সন্তানেরা পালন করেছেন এই দিবসটি। পিতার প্রতি সন্তানের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে। সন্তানরা তাদের প্রিয় জন্মদাতার জন্য নানা উপহার কিনবে, দিবে। যাদের বাবা বেঁচে নেই, তারা হয়তো আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়াবে।আমি আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুজেছিলাম কিন্তু তোমার স্পর্শ পায়নি।আমার সাথে অভিমান করেছো??জানো বাবা আজ খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট……….ভীষন কষ্ট। আজ আমি বুঝতে পারছি তুমিই আমাদের অনন্ত অন্তিম কান্না, ধীরে ধীরে থেমে যাওয়া নিঃশব্দ বাঁশি। তুমিই আমাদের শেষ অশ্রু জল।পরিবারের উপর ছাঁয়া আমার একমাত্র আশ্রয়দাতা।
তুমি নেই তাই আর কেউ পথ চেয়ে থাকেনা আমার জন্যে, বলে না কেউ বাবা এসেছো? ভূল করলে কেউ বলেনা, আরে গাদা এটা এভাবে না ওইভাবে। খুব বেশি কষ্ট হচ্ছে।সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম তা তেমার কাছ থেকেই প্রথম দেখেছিলাম। এমন স্বার্থহীন ভালোবাসা পৃথিবীতে দুষ্কর।তোমার কোছ থেকে শিখেছি কিভাবে সৎ থাকতে হয়,হুচট খেলেও কিভাবে সামনে এগিয়ে যেতে হয় ?তোমার সেই দেখানো পথে আজ আমি হাটছি।ভাল থাকুক পুথিবীর সকল বাবা।আল্লাহ রাব্বুল আলামীন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরডৌস বেহেস্থ নসিব করেন (আমিন)।
লেখকঃ শফিক আহমেদ ভূইয়া
বার্তা সম্পাদক ,দ্যা টাইমস অফ বাংলাদেশ