দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার -০৬ আগস্ট ২০১৮ : ২২ শ্রাবণ ১৪২৫
আজ ফ্লোরিডার বাংলাদেশ সময় ভোর ৬ টায় লডারহিলে সিরিজনির্ধারণী শেষ ও ৩য় টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে নামে বাংলাদেশ।টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আর ব্যাটিংয়ে নেমে দূর্দান্ত শুরু করে বাংলাদেশ।লিটন দাস স্যামুয়েল বদ্রিকে ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারি মেরে লিটন জানিয়ে দেন,দিন আজ তার। পরে আরো ঝড়ো হতে থাকে লিটন।
প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৯৭ করা বাংলাদেশ পরের ১০ ওভারে করেছে ২ উইকেটে ৮৭। ১৬.৩ ওভারে ১৫ মিনিটের বৃষ্টি–বিরতির পর রানের গতি কিছুটা শ্লথ হলেও শেষ দিকে মাহমুদউল্লাহর ২০ বলে ৩২ রানের ছোট্ট ঝড়টা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর গড়তে সহায়তা করেছে।
নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় ,৫ উইকেটে ১৮৪ রান।১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দূর্দান্ত শুরু করা ওয়ালটন কে ফিরিয়ে দেন সুম্য সরকার।অ্যান্ড্রে ফ্লেচার মোস্তাফিজুরের শিকার এবং সাকিবের শিকার স্যামোয়েলস।শেষ পর্যন্ত সংগ্রহ ১৭.১ ওভার শেষে ৭ উইকেটের বিনিমিয়ে ১৩৫ রান।
ডিএলএস ম্যাথডে বাংলাদেশ ১৯ রানে জয় লাভ করে। ৩ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ২-১ এ সিরজ জিতে নেয় বাংলাদেশ। এই সুবাদে বিদেশের মাটিতে এই প্রথম টিটোয়েন্টি সিরিজ জয় লাভ করে।
সংক্ষিপ্ত স্কুর।
বাংলাদেশ ২০ ওভার ১৮৪-৫ পাউল: ২-২৬ (৩)
ব্যাথউইথ ২-৩২(৪)
লিটন দাস : ৬১ (৩২) উইলিয়ামস ১-৩২(৪)
মাহমুদুল্লিাহ রিয়াদ ৩২ (২০)
সাকিব ২৪(২২)
তামিম ২১(১৩)
উইন্ডিজ
:ওভার ১৭.১ ১৩৫-৭
এন্ড্রে রাসেল ৪৭(২১) মোস্তাফিজুর রহমান ৩-৩১ (৩.১)
পাওয়েল : ২৩ (২০) সুম্য সরকার ১-১৮ (২.৩)
রামদিন ২১ (১৮) সাকিব ১-২২(৪)
ওয়ালটন ১৯(১৯) আবু হায়দার রনি ১-২৭(৩)