আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৫৮

‘বাংলাদেশ ভবন’র উদ্বোধন শান্তিনিকেতনে

‘বাংলাদেশ ভবন’র উদ্বোধন শান্তিনিকেতনে
নিউজ টি শেয়ার করুন..

ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার বেলা ১২টা ৫৫ মিনিটে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের এক পর্যায়ে ভবনটির উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এসময় সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

এরআগে সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা ১১টার দিকে সমাবর্তন অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এসময় সেখানকার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বিশ্বভারতীতে শঙ্খ ও উলুধ্বনিতে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনাকে।

এরপর সমাবর্তন মঞ্চে ওঠেন দুই শীর্ষ নেতা। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন ঐতিহ্য মেনে বরণ করে নেন অতিথিদের।

পরে মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই মঞ্চে তিন প্রভাবশালী নেতার উপস্থিতিতে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

শফিক আহমেদ ভূইয়া /২৫/০৫/১৮


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর