অষ্টম শ্রেণি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
জ্ঞানমূলক প্রশ্ন
১। ১৭৭০ সালের দুর্ভিক্ষ কী নামে পরিচিত?
উত্তর : ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) ভয়াবহ দুর্ভিক্ষ হয়। বাংলা সনের নামানুসারে এই দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিতি পায়।
২। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তর : রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
৩। মুক্তিযুদ্ধের সময় ‘কে ফোর্স’-এর অধিনায়ক কে ছিলেন?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় ‘কে ফোর্স’-এর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ।
৪। মুক্তিযুদ্ধের সময় কাদের বলা হতো ‘সাক্ষাৎ যমদূত’?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন ‘আলবদর’দের বলা হতো ‘সাক্ষাৎ যমদূত’।
৫। আদিম সমাজ কী রকম ছিল?
উত্তর : আদিম সমাজ ছিল
সহজ, সরল ও শ্রেণিহীন।
৬। সাংস্কৃতায়ন কী?
উত্তর : নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ন রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সঙ্গে আত্মস্থ করার প্রক্রিয়াই সাংস্কৃতায়ন।
৭। আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন।
৮। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে কতগুলো গান লিখেছেন?
উত্তর : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে প্রায় ছয় হাজারের মতো গান লিখেছেন।
৯। শিল্পকলা কী?
উত্তর : যেসব কাজের মাধ্যমে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তা-ই শিল্পকলা।
১০। GDP-এর পূর্ণরূপ কী?
উত্তর : GDP-এর পূর্ণরূপ হচ্ছে Gross Domestic Product (মোট দেশজ উৎপাদন)।