কলাম
দ্যা টাইমস অফ বাংলাদেশ
নিউজ আপডেট
১৮.০৫.১৮ ১:৪০
বাংলাদেশের অর্থনীতি একটি মধ্য আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল অর্থনীতি। ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যথেস্ট অগ্রগতি অর্জন করেছে।বাংলাদেশের তৈরী পোষাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম।১৯৮০ এর দশক থেকে শিল্প ও সেবা খাতের ব্যাপক সম্প্রসারন সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর কারন দেশের দুই তৃতীয়াংশ মানুষ কৃষিজীবী। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অধিকাংশ আসে রপ্তানিকৃত তৈরি পোষাক থেকে।২০১৬-১৭ অর্থবছরে তৈরী পোষাক রপ্তানিরর পরিমাণ ছিল ২৮ দশমিক ১৫ মিলিয়ন কোটি মার্কিন ডলার।তৈরী পোষাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক করেন, যাদের ৯০% ই নারী শ্রমিক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসি বাংলাদেশীদের পাটানো অর্থ থেকে।পরিবর্তিত হিসাব অনুযায়ী বাংলাদেশেরর বতর্মান অর্থনৈতিক GDP ৬.৫%। এ GDP দেখে বুঝা যায় আমাদের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কেননা GDP প্রতি অর্থবছরেই বাড়ছে। এভাবে চলতে থাকলে ববর্তমান সরকারের একটি বড় অঙ্গিকার ছিল ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ন জয়ন্তিতে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা। সেই লক্ষ্যমাত্রা অবশ্য নির্দিষ্ট সময়ের অনেক আগেই পূরন হওয়ার পথে। তাই দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে পারলে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নয়নের সর্ব্বোচ শিখরে পৌঁছতে পারবে এবং দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বর বুকে মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হবে।
লেখক
রাধিকা ইসলাম রিমু
গুরুদয়াল সরকারি কলেজ
ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক্স ( ২য় বর্ষ)