আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:১৫

ফ্রান্সের জয়টা ‘ফুটবলের জন্য লজ্জা’!-কোর্তোয়া।

ফ্রান্সের জয়টা ‘ফুটবলের জন্য লজ্জা’!-কোর্তোয়া।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম : বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ভাগ্য আমাদের সহায় ছিল না। এ কারণেই আবারো কালো ঘোড়া (ব্ল্যাক হর্স) হয়ে থাকতে হলো।

এক হেডেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। প্রথম সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির দুরন্ত হেডে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা।

তিনি বলেন, এটি খুবই ক্লোজ (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) ম্যাচ ছিল। এতে আমরাই চাপ সৃষ্টি করেছি বেশি। তবে ভাগ্য অনুকূলে না থাকায় হেরে গেছি।

বল দখলে এগিয়ে ছিল বেলজিয়াম। আক্রমণেও উঠেছে বেশি তারা। তবে বারবারই রক্ষণভাগে গিয়ে খেই হারিয়েছে।

অপরদিকে  বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া তা মানতে নারাজ। তাঁর দাবি, ফ্রান্সের জয়টা ‘ফুটবলের জন্য লজ্জা’!

বিশ্বকাপে বেলজিয়ামের গোলপোস্টে আস্থার প্রতীক হয়ে ছিলেন কোর্তোয়া। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দারুণ কিছু সেভ করেছিলেন। কাল ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও দেয়াল হয়ে দাঁড়িয়েছিল কোর্তোয়ার বিশ্বস্ত দুটি হাত। প্রথমার্ধেই দুটি দুর্দান্ত সেভ করেছেন তিনি। বিরতির পরও ত্রাণকর্তা হিসেবে দেখা গেছে তাঁকে। কিন্তু বেলজিয়ামের এই গোলরক্ষক ফ্রান্সের খেলার ধাঁচে ভীষণ বিরক্ত। তাঁর মতে, দিদিয়ের দেশমের দল কোনোভাবেই আক্রমণাত্মক ফুটবল খেলেনি।

ঠিক এ কারণেই ফ্রান্সের ওপর চটেছেন কোর্তোয়া। ৫১ মিনিটে স্যামুয়েল উমতিতি কর্নার থেকে জয়সূচক গোল এনে দেন ফ্রান্সকে। এ ছাড়া ম্যাচের প্রায় গোটা সময় ফরাসিরা রক্ষণ আগলে খেলেছে বলেই মনে করছেন কোর্তোয়া, ‘এটা হতাশার ম্যাচ। ফ্রান্স তো খেলেইনি। ১১ জন খেলোয়াড় নিয়ে গোলপোস্টের ৪০ মিটারের মধ্যে তাঁরা বেলজিয়ামের আক্রমণগুলো ঠেকিয়ে গেছে।’

অন্যদিকে ফ্রান্স রক্ষণ সামলান স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানের মতো বিশ্ব কাঁপানো ডিফেন্ডাররা। তাদের সাফল্য পাওয়ার কারণ উল্লেখ করে মার্টিনেজ বলেন, তারা আমাদের প্রচুর সম্মান দেখিয়েছে। আগে থেকে সতর্ক ছিল। এ কারণেই গোলমুখে আমরা একটু জায়গাও পায়নি। সর্বোপরি দুর্ভাগ্য।

এ স্প্যানিশ কোচ বলেন, আমি আমার ছেলেদের জন্য গর্বিত। তারা প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছে। ফ্রান্সের জন্য শুভকামনা রইল। আশা করি, তারা শিরোপা নিয়েই ঘরে ফিরবে।

দ্যাটাইমসঅফবিডি.কম/১১/০৭/১৮


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর