আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:২০

প্রযুক্তিপ্রেমীদের জন্য স্বল্প মূল্যে ল্যাপটপ বাজারে আনলো ডেল।

প্রযুক্তিপ্রেমীদের জন্য স্বল্প মূল্যে ল্যাপটপ বাজারে আনলো ডেল।
নিউজ টি শেয়ার করুন..

প্রযুক্তিপ্রেমীদের কাছে ল্যাপটপ ব্র্যান্ড হিসেবে ডেল বেশ জনপ্রিয়। কিন্তু দামটা সব সময়ই একটু চড়া থাকে।

এ সমস্যার সমাধান করে সকলের নিকট ডেলের ল্যাপটপ সহজলভ্য করতে ইন্সপায়রন সিরিজের একটা ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে ডেল। এটির মডেল ইন্সপায়রন ৩৫৫২।

কালোর রঙের এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। প্রসেসরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্জের।Image result for ল্যাপটপ ডেল

ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং স্টোরেজের জন্য রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।

ডিভিডি রিরাইটেবল ডিস্ক সমৃদ্ধ ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে, এইচডি গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ ও ওয়াইফাইসহ অন্যান্য প্রয়োজনীয় ফিচার।

দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে আকর্ষণীয় উপহারও রয়েছে। বর্তমানে ডেল ইন্সপায়রন ৩৫৫২ মডেলের ল্যাপটপটি দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

দ্যাটাইমসঅফবিডি.কম/২৩/০৬/১৮


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর