দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার -০৬ আগস্ট ২০১৮ : ২২ শ্রাবণ ১৪২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪৭১৭ টি মামলা ২২,৬৮,৩৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৩১ টি গাড়ি ডাম্পিং ও ৫১৬ টি গাড়ি রেকার করা হয়।
ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৫৯ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ২টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৩১০ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৪২ ভিডিও মামলা ও সরাসরি ৮টি মামলা দেয়া হয়েছে। ০৪ আগস্ট’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকব।ইতিমধ্যে রাস্তায় রোড মার্কিংয়ের কাজ শুরু হয়ে গেছে।আজ সোমবার (০৬) আগস্ট রাজধানীর
হামজারবাগ রহমানিয়া বিদ্যালয়ের মোড়ে
শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশে রোড মার্কিং দিয়ে জেব্রা ক্রসিং স্থাপন। 
প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলা্বই) লা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
এ ঘটনায় তিন চালক ও হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।