আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:১০

পুরনো মন্দির সংস্কারে ছাত্রলীগের নেতাকর্মীরা

পুরনো মন্দির সংস্কারে ছাত্রলীগের নেতাকর্মীরা
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শুক্রবার-০৭ আগস্ট ২০১৮ : ২১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামের ২০০ বছরের পুরনো সার্বজনীন শিব মন্দিরটির সংস্কার কাজ শুরু করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকালে এ সংস্কার কাজ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি শেখ স্বাধীন মো. শাহেদ। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মন্দির কমিটির সভাপতি নীলকমল প্রামানিক ও সাধারণ সম্পাদক রঞ্জিত রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির সভাপতি নীলকমল প্রামানিক জানান, প্রায় ২০০ বছর আগে এখানে শিবমন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এ মন্দিরে চৈত্র মাসে নীল পূজা (চড়ক) ও বৈশাখ মাসে কালী পূজার আয়োজন করা হয়। আশপাশের গ্রাম থেকে ভক্তরা এখানে পূজা দিতে আসেন। নীল পূজার সময় আড়ং বসে। প্রায় ১০ বছর আগে টিনের চালার মন্দিরটির বাঁশের খুঁটির বদলে সিমেন্টের খুঁটি ব্যবহার হয়েছিল। তারপর অর্থনৈতিক কারণে আর মন্দিরটি সংস্কার করা হয়নি।

নীলকমল বলেন, জীর্ণ দশা দেখে ছাত্রলীগ নেতা শাহেদ মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁকে সহযোগিতা করতে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রতিবেশীরা এগিয়ে এসেছে। এটি নিঃসন্দেহে একটি শুভ উদ্যোগ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত রায় বলেন, আমরা অর্থের অভাবে মন্দিরটির সংস্কার কাজ করতে পারছিলাম না। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে মন্দিরটির সংস্কার কাজ করতে এগিয়ে এসেছে। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ থাকব।

মন্দিররটির সংস্কার কাজে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীও সংস্কার কাজে হাত দিয়েছেন। এর মধ্যে কৃষক সামাদ খান ও ক্ষুদ্র ব্যবসায়ী আকিদুল ইসলামও রয়েছেন। তাঁরা বলেন, সন্তানসমদের এ ধরনের একটি ভালো কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।

মাচ্চর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা সব সময় ভালো কাজে অংশ নিতে কর্মীদের উৎসাহ দেই।

মন্দির সংস্কার কাজের প্রধান উদ্যোক্তা ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতি শেখ স্বাধীন মো. শাহেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে বিষয়টি আমি জানতে পারি। এলাকার ছেলে হিসেবে আমি স্থানীয় নেতাকর্মীদের মন্দির সংস্কার কাজে অংশ নিতে উদ্বুদ্ধ করি। একটি ভালো কাজে অংশ নিতে পেরে আমরা গর্বিত।তথ্যসূত্র:কালের কন্ঠ


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর