দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শনিবার -১১ আগস্ট ২০১৮ : ২৭ শ্রাবণ ১৪২৫
নিজস্ব প্রতিবিদেক: গত ৯ আগষ্ঠ পালিত হয় নেত্রকোনা ইফতি ট্রাজেডি দিবস।নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেওয়ান জনির নেতৃত্বে দিবস টি পালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ সহ সকল অধ্যাপক মহোদয়।
সেই সাথে উপস্থিত ছিলেন ,নেত্রকোনা জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ সাধারন মানুষ।এ সময় দেওয়ান জনি তার দেয়া এক বক্তিতায় বলেন,শহীদ মির্জা আজিজ আমান (ইফতি) কখনো হারিয়ে যাবে না,, তারুণ্যের মাঝে থাকবে আজীবন,, প্রজন্ম থেকে প্রজন্মে।
আজকের পড় বিচারের দাবি নয়, সকলের মাঝে যেন আজন্মকাল বেচে থাকে তারেই প্রত্যাশায়।সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকলের প্রতি।
একপর্যায়ে ইফতিকে গলায় ছরিকাঘাত করা হলে সে মাটিতে লুটিয়ে পরে।পরবর্তীতে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।মির্জা আজিজ আমান ইফতি নেত্রকোনা জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী থাকায়,
