দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -বোধবার-২২ আগস্ট ২০১৮ : ০৫ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে আজ ২১ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশনায় ঈদ বস্ত্র বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।সেখানে উপস্থিত ছিল প্রায় ২৫০ থেকে ৩০০ পথ শিশু। অসহায়, সুবিধা বঞ্চিত ও অনাথ পথ শিশুদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরন করেন গোলাম রাব্বানী নিজ হাতে ।
তিনি বলেন,পথ শিশুদের হাসিমাখা মুখ দেখলে মনে হয় এরাওতো আমাদের মতো মানুষ। এদের অধিকার আছে সুন্দর ভাবে নতুন কাপরে ঈদ পালন করার । তাই ওদের জন্য কিছু করতে পারলেই তখন বুকটা আনন্দে ভরে উঠে। আমি ছোটবেলা থেকেই সবসময় ওদের নিয়ে ভাবি,চেষ্টা করি ওদের খুশি রাখতে ।
এছাড়া পথ শিশুদের হাসিমাখা মুখের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ।