পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিলিয়ে দিতে পথশিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ করেছে ক্রিয়েটিভ লার্নিং হোম। গতকাল রবিবার বিকাল ৫ টায় ক্রিয়েটিভ লার্নিং হোম এর হল রোমে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ক্রিয়েটিভ লার্নিং হোম এর শিক্ষার্থীরা পোশাক কেনার জন্য নিজেরা এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ ,শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে টাকা সংগ্রহ করে।
এর আগে ক্রিয়েটিভ লার্নিং হোম পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্যও ত্র্রান সামগ্রী বিতরন করেছে বলে জানা যায়।
সাহায্যদ্বানকারী শিক্ষার্থীদের নামের তালিকা নিচে উল্লেখ করা হল:
১.রাব্বি মিয়া ( দশম শ্রেনী)
২.ইমন ( দশম শ্রেনী)
৩.হাসনা আহমেদ দিনা ( দশম শ্রেনী)
৪.সুমাইয়া আক্তার মিথিলা ( দশম শ্রেনী)
৫.অন্যপূর্ণা সাহা ( দশম শ্রেনী)
৬.তামান্না ইসলাম বাধন ( দশম শ্রেনী)
৭.পাপিয়া আক্তার ( দশম শ্রেনী)
৮.নেহলা মামুন সুপ্তি ( দশম শ্রেনী)
৯.সিনথিয়া আক্তার ( দশম শ্রেনী)
১০.মনি আক্তার ( দশম শ্রেনী)
১১.সিয়াম ( নবম শ্রেনী)
১২.রাবেয়া আক্তার ( দশম শ্রেনী)
১৩.শারমিন আক্তার ( দশম শ্রেনী)
১৪.স্বর্নালী আক্তার ( দশম শ্রেনী)
১৫.জেরিন আক্তার ( দশম শ্রেনী)
১৬.হাফসানা আক্তার ( দশম শ্রেনী)
ঈদবস্ত্র বিতরনের জন্য অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব সজিব আহমেদ রনি তাদের আন্তরিকতার সাথে সাহায্য সহযোগিতা করেছে বলে জানা যায়। সজিব আহমেদ রনি দ্যা টাইমস অফ বাংলাদেশ কে জানান , ক্রিয়েটিভ লার্নিং হোম এর পরিচালক জনাব,শফিক আহমেদ ভূইয়া, আমাকে মানবকল্যানে কাজ করার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রধানের কথা প্রায়সই বলে থাকে ,
তাই আমি ছাত্রছাত্রীদের এসব কাজ করার জন্য উৎসাহ প্রধান করে থাকি।এরই ধারাবাহিকতায় আজকের মানবতার এক বাহকের নাম ক্রিয়েটিভ লার্নিং হোম।