আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৪৬

পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে ক্রিয়েটিভ লার্নিং হোম।

পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে  ক্রিয়েটিভ লার্নিং হোম।
নিউজ টি শেয়ার করুন..

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিলিয়ে দিতে পথশিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ করেছে ক্রিয়েটিভ লার্নিং হোম। গতকাল রবিবার বিকাল ৫ টায় ক্রিয়েটিভ লার্নিং হোম এর হল রোমে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ক্রিয়েটিভ লার্নিং হোম এর শিক্ষার্থীরা পোশাক কেনার জন্য নিজেরা এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ ,শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে টাকা সংগ্রহ করে। Image may contain: 5 people, including Shafiq Ahmed Bhuiyan and Shahalam Rony, people sitting

এর আগে  ক্রিয়েটিভ লার্নিং হোম পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্যও ত্র্রান সামগ্রী বিতরন করেছে বলে জানা যায়।

সাহায্যদ্বানকারী শিক্ষার্থীদের নামের তালিকা নিচে উল্লেখ করা হল:

১.রাব্বি মিয়া ( দশম শ্রেনী)

২.ইমন ( দশম শ্রেনী)

৩.হাসনা আহমেদ দিনা ( দশম শ্রেনী)

৪.সুমাইয়া আক্তার মিথিলা ( দশম শ্রেনী)

৫.অন্যপূর্ণা সাহা ( দশম শ্রেনী)

৬.তামান্না ইসলাম বাধন ( দশম শ্রেনী)

৭.পাপিয়া আক্তার ( দশম শ্রেনী)

৮.নেহলা মামুন সুপ্তি ( দশম শ্রেনী)

৯.সিনথিয়া আক্তার ( দশম শ্রেনী)

১০.মনি আক্তার ( দশম শ্রেনী)

১১.সিয়াম ( নবম শ্রেনী)Image may contain: text

১২.রাবেয়া আক্তার ( দশম শ্রেনী)

১৩.শারমিন আক্তার ( দশম শ্রেনী)

১৪.স্বর্নালী আক্তার ( দশম শ্রেনী)

১৫.জেরিন আক্তার ( দশম শ্রেনী)

১৬.হাফসানা আক্তার ( দশম শ্রেনী)

ঈদবস্ত্র বিতরনের জন্য অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব সজিব আহমেদ রনি তাদের আন্তরিকতার সাথে সাহায্য সহযোগিতা করেছে বলে জানা যায়। Image may contain: 2 people, people sitting, child and outdoorসজিব আহমেদ রনি দ্যা টাইমস অফ বাংলাদেশ কে জানান , ক্রিয়েটিভ লার্নিং হোম এর পরিচালক জনাব,শফিক আহমেদ ভূইয়া, আমাকে মানবকল্যানে কাজ করার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রধানের কথা প্রায়সই বলে থাকে ,

তাই আমি ছাত্রছাত্রীদের এসব কাজ করার জন্য উৎসাহ প্রধান করে থাকি।এরই ধারাবাহিকতায় আজকের মানবতার এক বাহকের নাম ক্রিয়েটিভ লার্নিং হোম

 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর