আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৪৫

নেত্রকোনার কৃতী বাউল ও সঙ্গীত শিল্পীগণের জীবনী

নেত্রকোনার কৃতী বাউল ও সঙ্গীত শিল্পীগণের জীবনী
নিউজ টি শেয়ার করুন..

লেখক ও সম্পাদনা: গোলাম কবীর, টরন্টো, কানাডা (চন্দ্রপুর, বারহাট্টা, নেত্রকোনা)। যাদের জীবন বৃত্তান্ত বইটিতে থাকবে-

কৃতী বাউল শিল্পীদের তালিকা:

(১) উকিল মুন্সি, বাউল শিল্পী ও গীতিকবি, (২) রশীদ উদ্দীন, বাউল শিল্পী ও গীতিকবি, (৩) জালাল উদ্দিন , বাউল শিল্পী ও গীতিকবি, (৪) আব্দুল মজিদ তালুকদার বাউল শিল্পী ও গীতিকবি, (৫) আব্দুল কুদ্দুছ বয়াতী, বাংলাদেশের একজন সেরা বয়াতী, (৬) আবদুস সাত্তার, বাউল, (৭)  দ্বীন শরত (১৩১০-১৩৭০ বাংলা), কেন্দুয়ার সাজিউড়া গ্রামের বাউল, (৮) মিরাজ আলী (জন্ম-১৮৯৭, মৃত্যু- জানা নেই ) (অভয়পাশা), বাউল,  (৯) দুলু খাঁ, বাউল, (১০) আবেদ আলী, বাউল, (১১) উমেদ আলী, বাউল, (১২) তৈয়ব আলী (১৮৯৩-১৯৭৮), বাউল (১৩) খেলু মিয়া (১৯২১-১৯৬৩)(মোহনগঞ্জ), বাউল, (১৪) ইদ্রিছ  মিয়া (মৃত্যু-১৯৭৪),  বাউল সম্রাট, (১৫) আলী হোসেন সরকার, বাউল, (১৬) মরহুম চাঁন  মিয়া, বাউল ও কবি, (১৭) জামসেদ উদ্দিন, বাউল,  আটপাড়া, (১৮) গুল মাহমুদ, বাউল, (১৯) প্রভাত সূত্রধর, বাউল, কুমর উরা, (২০) আবদুল হেকিম সরকার, বাউল, (২১) খোরশেদ মিয়া ( মোহনগঞ্জ), বাউল, (২২) আব্দুল হাকিম ,বাউল, (২৩) আনোয়ারা বেগম, বাউল, (২৪) আব্দুস সালাম সরকার, বাউল কবি, (২৫) সাত্তার পাগলা, বাউল, (২৬) আলেয়া বেগম, বাউল (বাউল আবদুস সাত্তার মিয়ার মেয়ে ও বাউল উকিল মুন্সীর নাতনি) (২৭) মরহুম চান খাঁ পাঠান ( মোহনগঞ্জ ), বাউল, (২৮) সিরাজ উদ্দীন খান, নেত্রকোনার অন্ধ-বাউল, তিনি বাউল কানা সিরাজ নামে সুপরিচিত, (২৯) লাল মামুদ, (জন্ম ও মৃত্যু আনুমানিক ১২৭০-১৩১০, বঙ্গাব্দ), কবিয়াল ও বাউল, (৩০) শনতারা, বাউল (বাউল আজাদ মিয়ার স্ত্রী এবং বাউল চাঁন মিয়ার পুত্রবধূ ), (৩১) সুনীল কর্মকার, বাউল, (৩২) হালিম খান, বাউল, (৩৩) উমেদ আলী ফকির, বাউল

কৃতী সঙ্গীত শিল্পীদের তালিকা:

(১) মোহাম্মদ আলী সিদ্দিকী , বরেণ্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক, (২) গৌরাঙ্গ চন্দ্র আদিত্য, যাত্রা দলের কিংবদন্তি বিবেক সম্রাট , সঙ্গীত শিল্পী ও ওস্তাদ, (৩) মলয় কুমার গাঙ্গুলী,সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, স্বাধীনতা যুদ্ধের শব্দ ও সুর সৈনিক, (৪) গোপাল দত্ত , সঙ্গীত শিল্পী ও ওস্তাদ, (৫) রফিক মাহমুদ, কন্ঠ শিল্পী এবং নেত্রকোনা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক, (৬) বারী সিদ্দিকী,  সঙ্গীত  শিল্পী, গীতিকার ও বাঁশি বাদক, (৭) নাজমুন মুনিরা ন্যান্সি, সুকণ্ঠী গায়িকা,  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, (৮) মেহের আফরোজ শাওন, সঙ্গীত শিল্পী, অভিনেত্রী ও নাট্য পরিচালক, (৯) নুরুল ইসলাম, সঙ্গীত শিল্পী ও রাজনীতিক, (১০) আব্দুল জব্বার, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গীত শিল্পী, মুক্তিযোদ্ধা, (১১) ওস্তাদ মণিদ্র চন্দ্র দাস, বাংলাদেশে যাত্রা জগতে বিশেষ ভাবে পরিচিত, (১২) ওস্তাদ নিখিল দত্ত , তবলাবাদক বাঘা দত্তের বাবা, (১৩) শাহীন আক্তার, নজরুল সঙ্গীত ও আধুনিক গানের শিল্পী, সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ভাতিজি, রঙ্গু চৌধুরীর মেয়ে, (১৪) দুলাল ধর, কণ্ঠশিল্পী, (১৫) আবুল বাসার তালুকদার , কণ্ঠশিল্পী, (১৬) আরিফুন্নাহার, সঙ্গীত শিল্পী ও সুরকার, (কবি ও গীতিকার রইস মনরম এর অনেক গানের সুরকার), (১৭) চমন নাসরীন, নজরুল সঙ্গীত শিল্পী, (১৮) পিয়া বৈশ্য , কণ্ঠশিল্পী ও স্কুল শিক্ষিকা, (১৯) তিথী খান, খুদে ফোক শিল্পী ও যাদু শিল্পী।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর