আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:০৪

নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন-এস.এম.জাকির হোসাইন

নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করুন-এস.এম.জাকির হোসাইন
নিউজ টি শেয়ার করুন..

রাজনীতি

নিউজ আপডেটঃ ১৯.০৫.১৮ ১২:১৫

শফিক আহমেদ ভূইয়া (বার্তা সম্পাদক)

দ্যা টাইমস অফ বাংলাদেশ

ফেসবুকে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য ছাত্রলীগ নেতাদের নিয়ে বিভিন্ন অপপ্রচার ও কুৎসা রটনা করায়  বিরক্তি প্রকাশ করে জাকির ফেসবুকে লিখেন, ‘সাম্প্রতিক কালে অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লক্ষ্য করা যাচ্ছে যে, আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি শুরু করেছি। যা মোটেও কাঙ্ক্ষিত নয়।’

‘এই নগ্ন কাদা ছোড়াছুড়িতে যতটুকু না লাভ হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের তথা বাংলাদেশ ছাত্রলীগের। এসবের ফলে ব্যক্তির সম্মানহানি তো হচ্ছেই, সঙ্গে পরিবারেরও দীর্ঘদিনের অর্জিত সম্মানের হানি ঘটছে।’

‘আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সব নোংরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। তবে আপনাদের যদি কোনো ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তথ্যপ্রমাণ থাকে তাহলে তা যেকোনো মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সামনে উপস্থাপন করুন।’

‘আমি শতভাগ নিশ্চিত, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক হিসেবে তিনি আপনাদের নিরাশ করবেন না। অন্তত দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থাটুকু রেখে আত্মঘাতী সমালোচনা থেকে সরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া অতি আদরের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী করুন।’

এক লেখনীতে তিনি আরো উল্লেখ করেন, যে ছাত্রলীগেরই ক্ষতি হচ্ছে, সেই বিষয়টি বিবেচনার অনুরোধও করেন জাকির। বলেন, ‘একটা স্ট্যাটাসের জন্য হয়তবা আপনি সাময়িকভাবে কিঞ্চিৎ লাভবান কিংবা বিকৃত মানসিক শান্তি পেতে পারেন। কিন্তু আপনার জন্য আমাদের অনেকের-ই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে।’

 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর