ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নপত্রে একটি প্রশ্ন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’
প্রশ্নটির ওয চারটি অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে তার একটি ‘মিয়া কালিফা’। আরেকটি প্রশ্ন এমন, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত?
এই প্রশ্নে চারটি অপশনের মধ্যে একটি হল সানি লিয়ন।
মিয়া কালিফা (খলিফা) ও সানি লিয়ন দুজনই পর্ন তারকা। প্রথমজন এখনো কাজ করেন। অন্যজন সাবেক। তিনি এখন বলিউডের অভিনেত্রী।
১৭ এপ্রিল, এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। প্রশ্নপত্রের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পর্ন তারকার নাম ছাড়াও বেশ কিছু বানান ভুল ও অদ্ভুত সম্ভাব্য উত্তর রয়েছে প্রশ্নপত্রে।