সজীব আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর জানান, ১২ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান উক্ত সভায় উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ১১ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেন।
ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।