আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:০১

দেশে সাক্ষরতার হার বাড়ছে

দেশে সাক্ষরতার হার বাড়ছে
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -বৃহস্থপতিবার-০৬ আগস্ট ২০১৮ : ২০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ শতাংশ ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। যা ২০১৭ ছিলো ৭২ শতাংশ ৩ শতাংশ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নতুন উপাত্ত তুলে ধরেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কবে বাতিল হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটার বাস্তবায়ন হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর